“শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা মানুষকে সৎ, সুনাগরিক, পরোপকারী, কল্যাণকামী, অন্তরকে আলোকিত, অর্ন্তদৃষ্টি
উম্মেচিত, দুরদর্শিতা সৃষ্টি, নিজস্ব সাংস্কৃতিক স্বত্তার প্রতি শ্রদ্ধাবোধের বিকাশ ঘটানো সর্বপরি মহান আল্লাহর প্রতি অনুরাগী
হতে সাহায্য করে। অত্র অঞ্চলকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রযোজনীয়তা অনুভূতি সৃষ্টিতে ০১/০১/১৯৮৬খ্রিস্টাব্দে
একঝাঁক শিক্ষানুরাগীর প্রচেষ্টায় সুনামগঞ্ছ জেলার ছাতক উপজেলাধীন ছৈলা আফজলাবাদ ইউনিয়নের বাংলাবাজার এলাকায়
গ্রামীণ নিরিবিলি মনোমুগ্ধকর, ছায়াঘেরা, প্রাকৃতিক পরিবেশ, সুরমা নদীর শাখা বটের খালের পূর্ব তীরে অদূরে ধানক্ষেত
বিলের মোহনীয় সৌন্দর্য্যরে মাঝেই গড়ে ওঠে বাংলাবাজার উচ্চ বিদ্যালয়। ইংল্যান্ড প্রবাসী জনাব বশির উদ্দিন (বানারশিপুর)
কে সভাপতি করে বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
প্রযোজনীয় ভুমি দান করেন শিক্ষাবিদ
মাষ্টার জনাব আবুল বশর লাল মিয়া (বড়চাল)। এলাকাবাসীর অর্থায়নে একশো ফুট দৈর্ঘ্য চব্বিশ ফুট প্রায় কাচা টিনশেড ঘর
তৈরি করে জনাব নওয়াব মিয়া মজুমদার (বড়চাল)কে প্রধান শিক্ষক, জনাব জগদীশ চন্দ দত্ত (হরিনগর) সহ একদল
স্বপ্নবাজ শিক্ষক দিয়ে পাঠদান শুরু করা হয়। শত প্রতিকূলতা থাকা সত্তে¡ও প্রতিষ্ঠানটি প্রতি বছর এস.এস.সি পরীক্ষায় ভাল
ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অল্পদিনেই ছাতক উপজেলার সকল শ্রেণির মানুষের সু-দৃষ্টি লাভ করে। ১৯৯২
খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব আকমল হোসেনের (দিঘলী) সরকারী বিধি মোতাবেক আর্থিক
অনুদানে সচিব মহোদয়ের মায়ের নাম সংযুক্ত করে বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় নাম করণ করা হয়। প্রতিষ্ঠানটি
১৯৯৪ খ্রিস্টাব্দে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভুক্তির সুযোগ লাভ করে এবং জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এম.পি
মহোদয়ের প্রচেষ্টায় ২০০০ খ্রিস্টাব্দে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এম.পি.ও ভুক্তির সুযোগ লাভ করে।
প্রতিষ্ঠাকালীন প্রধান
শিক্ষক জনাব নওয়াব মিয়া মজুমদার সাহেবের মৃত্যু পরবর্তী শোক সভার পর তৎকালিন ম্যানেজিং কমিটির সভাপতি
ইঞ্ছিনিয়ার পরিমল চন্দ্র নাথ শোক সভার প্রধান অতিথি জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এম. পি মহোদয়কে প্রতিষ্ঠানটি
কলেজে উন্নিত করার প্রস্তাব দিলে তা সাদরে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে ১৮ই ফেব্রুয়ারি ২০১৭ খ্রিস্টাব্দ তারিখে বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সভা করে প্রতিষ্ঠানটি কলেজে
উন্নিত করার ঘোষণা দেন।
ইতিমধ্যে কলেজ শাখার পাঠদান অনুমোদন লাভ করেছে এবং একাডেমিক স্বীকৃতি প্রক্রিয়াধীন
আছে। জননেতা মুহিবুর রহমান মানিক এম.পি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় তিনতলা ভবন, দ্বিতল ভবন, ওয়াশ ব্লক,
একতলা আধা পাকা টিনশেড সহ প্রতিষ্টানের ব্যাপক অবকাঠামো উন্নতি লাভ করেছে। এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠায় যারা ভূমি
দান, আর্থিক অনুদান, শারীরিক অক্লান্ত পরিশ্রম করেছেন ও করে যা”েছন সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
যারা দুনিয়াতে নেই মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের নিকট তাদের রুহের মাগফিরাত কামনা করছি